▪পদ সংখ্যা:
– ১জন ডিজিটাল (অনলাইন) মার্কেটার
– ২জন ফিজিকাল (অফলাইন) মার্কেটার
▪শিক্ষাগত যোগ্যতা:
আমরা কোন ধরণের একাডেমিকাল যোগ্যতা/সার্টিফিকেট খুঁজছি না। এক্সপিরিয়ান্সসহ সলিড যোগ্য কাওকে খুঁজছি।
▪অফিস টাইম:
সকাল ১০টা থেকে সন্ধা ৬টা (৮ঘন্টা)
▪স্যলারি:
১৫,০০০/- থেকে ৩৫,০০০/+ (যেহেতু মার্কেটিংয়ের পার্ট, সেহেতু পারফরম্যান্সের উপর ভিত্তি করে ফাইনালাইজ করা হবে।)
আমরা যা দিতে পারবো:
১। ক্লাসিক ইনভায়রনমেন্ট এন্ড ফ্রেন্ডলি টিম
২। এক্সপার্টদের থেকে স্কিল বুস্ট করার সুযোগ
৩। সুবিশাল মসজিদে জামাআতের সাথে নামাজ পড়ার সুবিধা
৪। স্যলারী ইনক্রিমেন্ট + ফেস্টিভ্যাল বোনাস
৫। এক্সট্রা সেলের উপর ইন্সেন্টিভ
আমাদেরকে যা দিতে হবে:
১। মাসিক সেল টার্গেট এচিভ করতে হবে। (অবশ্যই)
২। টিম কমিনিকেশন রক্ষা করতে হবে।
৩। এসাইনেড টাস্ক ইন-টাইম সম্পন্ন করতে হবে।
৪। ৫ওয়াক্ত নামাজ জামাতের আদায় করা।
কাজের বিস্তারিত বিবরণ:
মূলত আমাদের দুইটি অনলাইন ভিত্তিক সফটওয়্যার আছে ইনভেন্টরি সলিউশনের জন্য। বিভিন্ন সুপার শপ, রেস্টুরেন্ট, শো-রুমসহ যে কোন দোকানের হিসাব নিকাশকে সহজ করে দেয় এই সফটওয়্যারটি। এই সফটওয়্যারটি মার্কেটে পরিপূর্ণ ছড়িয়ে দেয়াই মূল কাজ।
পাশাপাশি মাইনাস পয়েন্ট ও স্কিল পয়েন্টের এফিলিয়েটর হিসেবে কাজ করে মাসে ৩০-৫০হাজার টাকা পর্যন্ত এক্সট্রা ইনকামের সুযোগ তো থাকছেই।
মাইনাস পয়েন্ট মূলত একটি ডিজিটাল সলিউশন এজেন্সি। ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিংসহ নানানরকম সার্ভিস এখান থেকে প্রোভাইড করা হয়।
স্কিল পয়েন্ট হলো একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে স্টুডেন্টদেরকে স্কিলআপ করা হয়। আমাদের জনপ্রিয় প্রোগ্রাম হচ্ছে “সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফর বিজনেস” জার্নিটি। মাত্র ১০দিনের এই প্রোগ্রামটি আমরা সাকসেসফুলি কয়েকটি ব্যাচ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ।
আমাদের তিনটি ক্যাটাগরিতে এফিলিয়েট প্রোগ্রাম চলমান আছে। স্টুডেন্ট কার্ড, মেম্বারশিপ কার্ড, ফ্যামিলি কার্ড।
আমরা আমাদের এফিলিয়েটরদেরকে প্রতিটা সেল/সার্ভিস এবং প্রতি স্টুডেন্টর ইনরোলমেন্টের উপর শর্ত সাপেক্ষে ১০-১৫% পর্যন্ত প্রফিট শেয়ার করে থাকি।
Apply Now
minuspointbd@gmail.com
HQ:
IT Park (4th Floor), NewMarket, Kandirpar, Cumilla