আমাদের ছোটবেলার সবার পছন্দের কার্টুন ডোরেমন
ডোরেমন নির্মিত হয়,,,একটি মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে,,,,
মুলত জাপানের এক শহরে নোবি পরিবার থাকতেন,,তাদের একমাত্র ছেলে নবিতা,,যে ছোট থেকেই শারিরীক এবং বুদ্ধিমত্তার দিক দিয়ে খুবই দূর্বল ছিল,,যার কারণে স্কুলে সবাই তাকে নিয়ে মজা করতো,,বেশি বিরক্ত করতো জিয়ান ও সুনিও,,,
কিন্তু Sizuru(Sizuka) একমাত্র নবিতার বন্ধু ছিল,,, কিন্তু সিজুকার পরিবারের ট্রান্সফার হয়ে যায় অন্য শহরে,,তার আগে নবিতা একদিন খেলতে গিয়ে একটি নীল রংয়ের অদ্ভুত বিড়াল দেখতে পেয়েছিল,,,সিজুকা তার নাম ডোরেমন দেয়,,,সিজুকার যাওয়ার পর,,,,নবিতা সেই বিড়ালের সাথেই সময় কাটাতো,,কিন্তু একদিন খেলতে বের হলে,,নবিতার স্কুলের ছেলেরা,,,নবিতা কে নিয়ে মজা করতে করতে,,বিড়ালটিকে মেরে ফেলে,,
তারপর বলা হয়,,,নবিতা সেই আঘাতে কোমায় চলে যায়,,,৬ বছর সে কোমায় থেকে স্বপ্ন দেখে,,যে সিজুকা ফিরে এসেছে এবং নবিতার জন্য ফিউচার থেকে একটি রোবট পাঠানো হয়,,যার নাম ডোরেমন,, সে গ্যাজেট দিয়ে নবিতার সব ইচ্ছা পুর্ন করতো,,নবিতা আর দূর্বল ছিলনা,,,কিন্তু,
কোমা থেকে জেগে নবিতা যখন জানতে পারে,,এসব স্বপ্ন ছিল,,তখন সে আরও ভেঙে পরে,,তার বিশ্বাস ডোরেমন আছে,,,আসলে বাস্তবে নেই,,এটা সহ্য করতে না পেরে নবিতা সুইসাইড করে এবং,,সুইসাইডের পূর্বে সে ডাইরি তে তার দেখা স্বপ্ন গুলো লিখে যায়,,,যার ভিত্তিতে লেখক (Fujio) ডোরেমন কার্টুন নির্মাণ করেন
বিঃদ্রঃ কোথাও কোথাও বলা হয়,,নবিতা সুইসাইড করেনি কোথাও চলে গিয়েছিল,,এবং তার বিড়াল মারা যাওয়ার পর,,সে এক ধরনের রোগে আক্রান্ত হয়,,যেখানে মানুষ যা কল্পনা করে,,সেটাই সত্য মনে করে,,তার কল্পনাতেই ছিল ডোরেমন